প্রচুর ব্যস্ত থাকি। বাসা ও ইউনিভার্সিটিতে লেকচার সবকিছু সামলে উঠা সাথে ৮ মাসের বাবুর যত্ন, এক কথায় নিজের প্রতি খেয়াল করার যেন এক মুহূর্ত সময় নাই আমার। নিজের প্রতি অবহেলা করতে করতে ওজন গিয়ে ঠেকেছিল ৮৭.৫ কে.জি তে। সাথে অনিয়মিত খাদ্য গ্রহণের সুবাদে এসিডিটি, কোষ্ঠকাঠিন্য, ওজনাধিক্যের কারনে পা ব্যাথা, সিঁড়িতে উঠা— নামা করলে হাঁপিয়ে উঠা, ইত্যাদি সমস্যা দেখা দেয়। এক কলিগের মাধ্যমে খেঁাজ পেলাম ‘ডায়েট কাউন্সেলিং সেন্টার’ এর। আসলে এই সেন্টারের ক্লায়েন্টরাই এই সেন্টারের প্রচারক। চলে আসলাম এপোয়েন্টমেন্ট নিয়ে। তারা আমার সাথে দীর্ঘক্ষন কাইন্সেলিং করলেন। এমন আপনভাবে আলাপচারিতা করল যে আমি যেন গল্প করছিলাম এমনই মনে হল। সকল শারীরিক সমস্যা, আমার ফুড প্যাটার্ন, জীবনধারা শুনে ২ দিন পর আমার প্ল্যানটি হাতে দিলেন। আমাকেই একটা সুবিধামত সময়ে ঘন্টাখানেক সময় নিয়ে আসতে বললেন প্ল্যানটি বোঝার জন্য। তারা পুরো প্ল্যানটি আমাকে সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন। ব্যায়াম করে দেখালেন ও আমাকেও করতে বললেন, যাতে পরে বাসায় ব্যায়াম করতে সুবিধা হয়। সাথে অন্যান্য গাইডলাইন তো ...
মোছা: মুন্জুরী আকতার১২/০৫/২০১৬