ছাত্রী হওয়াতে দেখা যায় অধিকাংশ সময়ে চেয়ার টেবিলে বসে পড়া বা লাইব্রেরীতে বসা হয়। সাথে ক্যান্টিনের ভাজাপোড়ার প্রতি আসক্তিতো আছেই। এভাবে চলতে চলতে ওজন ৮২ কেজিতে উন্নিত হলো। সাথে সুষম খাদ্যের গ্রহণের আভ্যাস না থাকার কারণে এনিমিয়াটা বেশ আকড়ে ধরল। এনিমিক রোগী যে তা দেখেই বোঝা যেত। মুখে অনেক ব্রণ ও স্কিন প্রবলেমও ছিল। টনক নড়ল, ভাবলাম এখনই কিছু করতে হবে। ইন্টারনেটে খঁুজতে লাগলাম আমাদের মতো শিক্ষার্থীর জন্য কোথায় এমন প্রতিষ্ঠান আছে যারা আমাদের সার্মথ্যের কথা বিবেচনা করে ডায়েট প্ল্যান প্রদান করছে। পেয়েও গেলাম ডায়েট কাউন্সেলিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান। তাদেরকে ফোন দিলাম। আমার সমস্যাগুলো খুলে বললাম। ছাত্রী হওয়াতে আমি বিশেষ সুবিধাও পেয়েছি যা অন্য কোন জায়গায় পাই নি।
২০১৭ সালের ২রা জানুয়ারিতে এ সেন্টারে আসলাম। এখানে অভিজ্ঞ পুষ্টিবিদেরা আমার কাউন্সেলিং করলেন। জেনে নিলেন আমার খাদ্যাভ্যাস, রুটিন, রান্নার ধরন ও আনুষাঙ্গিক নানান বিষয়। উনাদেরকে বললাম আজকেই আমাকে প্ল্যান দিয়ে দিন। উনারা বললেন আমরা সাথে সাথে প্ল্যান দিতে পারি না। আপনার সব কিছু পযার্লোচনা করে ১ দিন পর প্ল্যান দেয়া হবে। ১ দিন পর আমার ডায়েট প্ল্যানটি হাতে পেলাম যা এক কথায় অসাধারণ। কেননা প্ল্যানের পাশাপাশি নানাবিধ গাইডলাইনও ছিল। ডায়েটের পাশাপাশি লাইফস্টাইল নিয়েও কাজ করেন। ব্রেন ওয়ার্ক বেশি করা হয় বলে পড়াশুনার সময় কি কি খেতে পারি, তাও লিখে দিলেন। আমার পড়াশুনার পাশাপাশি ডায়েট মেনে চলতে সেজন্য আমার কোন সমস্যা হয়নি। একমাস পরে ফেব্রুয়ারীতে আমার ওজন ৭৫ কেজিতে চলে আসে। মজার কথা হলো অনেক আগের কামিজগুলো অনায়াসে পড়তে পারছিলাম। আর বন্ধুমহলে আমার এ পরিবর্তন সবার দৃষ্টিগোচর হতে লাগল। তারপর আমি আবার আর একটি ডায়েট প্ল্যান নিলাম। অবশেষে সেপ্টেম্বর মাসের মধ্যেই ৬২.৫ কেজিতে অর্থাৎ আদর্শ ওজনের খুব কাছাকছি। সাথে আমার এনিমিয়া ছিল তা এখন একদম নেই। কিছু খাদ্য গ্রহণে কিভাবে সহজে হিমোগ্লোবিন এর মাত্রা বাড়ানো যায় তা আসলে জানতাম না। কিছু ব্যায়াম ছিল সকালে বিকালে করার জন্য যা আমাকে অনেক কর্মক্ষম রেখেছে। শুধু তাই নয় তৈলাক্ত ত্বকের চিটচিটে ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য ঘরোয়া কিছু টিপস আমার ত্বকের জন্য অসাধারণ কাজ করেছে।
এককথায় ২০১৭ সালের ৫ জানুয়ারি থেকে আজ ৫ই সেপ্টেম্বর এ সময়ে আমার আমূল পরিবর্তন ঘটেছে। ৮২ কেজি থেকে ৬২.৫ কেজি অথার্ৎ ১৯.৫ কেজি অতিরিক্ত ওজন থেকে আমাকে ডায়েট কাউন্সেলিং সেন্টার মুক্তি দিয়েছে। ধন্যবাদ তাদের সকল পুষ্টিবিদকে। সামনে এগিয়ে চলুন। শুভ কামনা রইল।
If you have any queries please contact us
Please fill out the below details if you wish to receive a confidential call from our client relations team.