বংশগত ভাবে আমি একটু আশীর্বাদ প্রাপ্ত, মানে উচ্চতার দিক থেকে। আমার উচ্চতা ১৮১ সে.মি বা ৫ ফুট ১১ ইঞ্চি। এই বিশাল উচ্চতার সাথে সাথে আমি বিশাল ওজনেরও অধিকারী ছিলাম। ছিলাম ১০৮ কেজি। কিন্তু বর্তমানে আমি আনোয়ার জাহিদ ৯৫ কেজি তে আছি। গত ২ মাসে (সেপ্টেম্বর ২০১৮—অক্টোবর ২০১৮) আমি ১৩ কে.জি ওজন হারিয়েছি। বর্তমানে আমি কর্মরত আছি জঞঠ এর মার্কেটিং বিভাগে। আমার এই বিশাল আকৃতির জন্য অফিসের কলিগ, আত্নীয় স্বজন সবার কাছেই হাসাহাসির পাত্র ছিলাম। হয়ত হেটে যাচ্ছি অল্প জায়গার মধ্য দিয়ে, পিছনে টেলিভিশন (ওয়াল হ্যাঙ্গিং), কেউ বলে উঠল — জাহিদ ভাই সাবধানে, টিভিটাকে আবার ভেঙ্গে ফেলেন না কিন্তু। খুব অপমানিত বোধ করতাম। সাথে জেদও চেপে বসলো। তাই কি করে ওজন কমানো সম্ভব তার জন্য ফেসবুক, গুগল, ইউটিউব, সর্বক্ষেত্রে অনুসন্ধান চালাই, কোথায় গেলে আমি সমাধান পাবো। ফোন নম্বর নিয়ে কল করতে শুরু করি। চটকদার বিজ্ঞাপনে আকৃষ্টও হই। কোন কোন প্রতিষ্ঠানে ৩ বেলা খাবার পৌছে দেয়া সহ ৫ দিনে ১০ কেজি ওজন কমানোর গ্যারান্টিও বলেছে। খাবার খরচ ব্যাপক। এরপর আমি ‘ডায়েট কাউন্সেলিং সেন্টারে’ ফোন করি। মাত্র ৪ মিনিট কথা বলে আমি সিদ্ধান্ত নিই এখানে সরাসরি যাব। ব্যাস চলে গেলাম ডায়েট কাউন্সেলিং সেন্টারে। ডায়েট কাউন্সেলিং সেন্টারের পুষ্টিবিদদের সাথে কথা বলে আমি সিদ্ধান্ত নিই যে এখান থেকে ডায়েট প্ল্যান নিব। কেননা কোন ধরনের সাপ্লিমেন্ট বা নিজেদের প্রতিষ্ঠান থেকে খাবার নেবার কথা না বলে কিভাবে আমার ঋড়ড়ফ ঐধনরঃ এবং খরভব—ংঃুষব ঈযধহমব করে ওজন কমাতে পারি সেই বিষয়ে আলোকপাত করেছে। ওজন বাড়ার পাশাপাশি আমার অ্যাজমা, মাথা ব্যথা ও খুব বেশি ঘাম হত। তারা আমার লাইফ স্টাইল ও ফুড প্যাটার্ন শুনে ডায়েট প্ল্যানের সাথে সাথে কিছু ফ্রি—হ্যান্ড এক্সারসাইজ এবং অন্যান্য গাইডলাইন প্রদান করলেন। আমি তাদের কথা মত প্ল্যান অনুসরণ করি ও তাদের অন্যান্য পরামর্শ মেনে চলতে শুরু করি। মাত্র ৯ দিনে আমি ৬ কেজি ওজন কমাই। সাথে শরীরের অন্যান্য মাপেরও ব্যাপক পরিবর্তন আসে। এই ধারাবাহিকতায় আমি ৯৫ কেজিতে অবস্থান করছি ও তাদের থেকে ২য় ডায়েট প্ল্যান গ্রহণ করেছি। কেননা আদর্শ ওজনে না আসা পর্যন্ত আমার এ পথ চলা চলতে থাকবে। জানি পাশে থাকবে ‘ডায়েট কাউন্সেলিং সেন্টার’।
ধন্যবাদ ‘ডায়েট কাউন্সেলিং সেন্টার’কে, আমাকে মটিভেট করার জন্য। আমাকে সুস্থ—সুন্দর—স্বাভাবিক জীবনের দিকে নিয়ে যাওয়ার জন্য।
If you have any queries please contact us
Please fill out the below details if you wish to receive a confidential call from our client relations team.