আজ তেমনই একটি বিষয় নিয়ে এই লেখা-
ফাহাদ আর আরাফাত দুই ভাই। জমজ। ওদের জন্ম ৯ ডিসেম্বর, ২০১৩ সালে। মায়ের গর্ভে ৭ মাস বয়সে অ্যানোমালি স্ক্যান আল্ট্রাসনোগ্রাফী করা হয়। সে সময় দেখা যায় ফিটাসের হার্টবিট বেশি রয়েছে। এ সমস্যায় নির্ধারিত চিকিৎসক (অর্থাৎ যার অধীনে চিকিৎসাধীন ছিলেন) মা-কে শ্বাসকষ্টোর মেডিসিন দেন। এরপর গর্ভকালীন ৩৬ সপ্তাহের সময় হাসপাতালে মা ভর্তি হলে ২জন জমজ ছেলে সন্তানের জন্ম হয়। দু-জনকেই তখন ৭ দিন ইনকিউবিটারে রাখা হয়েছিলো। ডাক্তার বলেছিলেন সমস্যা আছে। কিন্তু কার সমস্যা আছে তা বলেননি। ৭ দিন পর মায়ের সাথে বাচ্চাদেরও রিলিজ দেয়া হয়। তখন দু’জন নবজাতকই মায়ের দুধ খেতে পারতো। ওদের বয়স যখন ২৮ দিন তখন দেখা গেলো হঠাৎই ফাহাদ মায়ের দুধ খাওয়া বন্ধ করে দিলো। সে ঘুমাতো একেবারে অচেতন হয়ে। এরপর শুরু হয় জীবনযুদ্ধ। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল। এক পর্যায়ে ডায়াগনোসিসের মাধ্যমে জানা গেল ফাহাদের হার্টে বড় ছিদ্র আছে। বেঁচে থাকা যেন প্রায় শেষ পর্যায়ে, আশা ক্ষীণ। তখন অবস্থা ক্রমেই খারাপের দিকে।
আমরা জানি প্রত্যেক মা-বাবা সবসময় তাদের সন্তানের যে কোন সমস্যা বা অসুস্থতা সমাধানে আকুল হয়ে থাকেন। এক্ষেত্রে ফাহাদের বাবা-মা-ও হাল ছেড়ে দেননি। পরবর্তীতে আরেকজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখালেন। তিনি বললেন আশা যদিও কম, তবু অপারেশন করে দেখা যেতে পারে। তিনি অপারেশনের জন্য ইন্ডিয়ার এক ডাক্তারের কাছে রেফার করেন। সে সময় ফাহাদের অবস্থা অত্যন্ত খারাপ ছিলো। বিশেষজ্ঞ চিকিৎসক ফাহাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার ব্যবস্থা হিসেবে প্রথমে ৭ দিন, এরপর ১৫দিন, এরপর ১ মাসের মেডিসিন দেন। ড্রপারের সাহায্যে ফাহাদকে খাওয়ানো হতো। বাধ সাধলো নিউমোনিয়া। স্থিতিশীল হতে না হতে ফাহাদ নিউমোনিয়ায় আক্রান্ত হলো। ৭ দিন চিকিৎসকের পরামর্শে ১টা ইঞ্জেকশন দেয়া হয়। এতে ফাহাদের শরীর একেবারে নীল হয়ে যেতে থাকে। প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা দিলো। সে সময় লাইফ সাপোর্টে নেয়া হয় ফাহাদকে। অবস্থার কিছুটা উন্নতি হলে নিয়ে যাওয়া হয় ইন্ডিয়ায়। ডায়াগনোসিসে দেখা গেলো ফাহাদের শ্বাসনালী স্বাভাবিকের চেয়ে ৯৫% মোটা ছিলো। এমনকি চিকিৎসকরা আরো দেখলেন, জন্মথেকেই ফাহাদের হার্টের একপাশ গঠনই হয়নি। যার জন্য পর্যায়ক্রমে অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এরপর প্রথম সার্জারি হয় ফাহাদের বয়স যখন ৩ মাস। প্রথম ৫ দিনেই রিকভারী হয়েছিলো। ২য় অপারেশন হয় ২২ মাস বয়সে। দ্বিতীয় অপারেশনের পর ফাহাদের ঘন ঘন ঠাণ্ডা লাগা, জ্বর-কাশি একেবারে কমে আসে। তবে ওর ওজন, উচ্চতা এমনকি তার চলাফেরা স্বাভাবিক বাচ্চাদের চেয়ে অনেক কম ছিলো।
অত্যন্ত মেধাবী ছেলে ফাহাদ। প্রথম শ্রেণীতে পড়ুয়া ছাত্র হিসেবে ফাহাদ ক্লাসেও ভালো রেজাল্ট করছে।
ডায়েট কাউন্সেলিং সেন্টারে ফাহাদ আসে তার মায়ের সঙ্গে ১৫ ফেব্রুয়ারী ২০২২ তারিখে। তখন তার ওজন ছিলো ১৬ কেজি। তার পুরো ঘটনা জেনে আমরা চেষ্টা চালাই ফাহাদের ওজন বৃদ্ধির। আমাদের কাছে ঘটনাটা বেশ কৌতুহল তৈরি করে। এমন কৌতুহল প্রথম নয়।
আমাদের অভিজ্ঞ পুষ্টিবিদের তত্ত্বাবধানে শুরু হয় তার খাদ্যাভ্যাস পরিবর্তন ও অন্যান্য পুষ্টিবিষয়ক নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা। তাতে দেখা গেলো ফাহাদের ওজন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, আগে তার একেবারেই খাওয়ায় রুচি না থাকলেও এখন ব্যাপক পরিবর্তন হয়েছে। আগের চেয়ে খাওয়ার অভ্যাস এবং রুচি তৈরী হয়েছে। বর্তমানে তার ওজন ১৮ কেজি ১০০ গ্রাম। উচ্চতাও আগের চেয়ে বেড়েছে। ফেব্রুয়ারীতে ছিলো ১১৬.৫ সেন্টিমিটার থেকে এখন ১২২ সেন্টিমিটার হয়েছে।
এরপর এ বছরের জুলাই মাসে আবার ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয় ৩য় অপারেশনের জন্য। সেখানকার চিকিৎসক সব ডায়াগনোসিস রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেন, ফাহাদ যেহেতু আগের চেয়ে অনেক সুস্থ, সেহেতু আরো এক বছর এভাবে চলুক। চিকিৎসক আরো পরামর্শ দেন, এরপর ৩য় অপারেশন হবে এবং ডায়েট কাউন্সেলিংয়ের পরিকল্পনায় যেভাবে খাদ্যাভ্যাস পরিবর্তন ও অন্যান্য ফলোআপ চলছে, সেভাবেই যেনো চলতে থাকে। আমরা মেধাবী ছাত্র ফাহাদের স্বাস্থ্যের উত্তোরত্তর উন্নতির সঙ্গে আমাদের পূর্ণ সহযোগিতা দিয়ে এখনো আছি এবং আল্লাহর কাছে তার আশু সুস্থতা কামনা করছি।
ডায়েট কাউন্সেলিং সেন্টারের গুড বুকে আরো অনেক অর্থবহ সত্য ঘটনা রয়েছে। বয়সভেদে আপনার, আপনার পরিবার, বন্ধু-স্বজন যে কেউ শারীরিক অসুস্থতায় এবং খাদ্যভ্যাস পরিবর্তনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। অনলাইন বা সরাসরি এ্যপয়েন্টমেন্ট নিয়ে কাউন্সেলিং এবং কাউন্সেলিং পরবর্তী ডায়েট প্ল্যান ও ফলোআপের সুযোগ রয়েছে। অনেকেই না জেনে ডায়েট করে বা ভুক্তভোগী হয়ে শেষ পর্যায়ে আমাদের কাছে আসেন। যা অনেক সময় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। আমরা দীর্ঘ ১৮ বছরের অভিজ্ঞতায় কাউন্সেলিংয়ের মাধ্যমে নির্দিষ্ট রোগ নির্ণয়ে, লাইফস্টাইল পরিবর্তন এবং সঠিক পুষ্টি ও খাদ্য পরিকল্পনা নিয়ে কাজ করছি। আমাদের আর কোথাও কোন শাখা নেই।
©
ডায়েট কাউন্সেলিং সেন্টার
If you have any queries please contact us
Please fill out the below details if you wish to receive a confidential call from our client relations team.